২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজ পালনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরবের সরকার। এখন থেকে হজ সংক্রান্ত যাবতীয় ফি সম্পূর্ণরূপে পরিশোধের পরই কোনো ব্যক্তিকে হজ করার অনুমতি দেবে দেশটি। তবে এই নীতি সৌদি আরব তার নিজের দেশের নাগরিকদের ক্ষেত্রে শিথিল রেখেছে।
১৩ জানুয়ারি, শুক্রবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি থেকে জানা যায়, বিদেশি হজ পালনকারীদের ক্ষেত্রে যাবতীয় ফি পুরোপুরি পরিশোধের পরই হজ পালন করা যাবে। অন্য দিকে সৌদি নাগরিকরা হজ সংক্রান্ত ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে কোন কোন নাগরিক এই সুবিধা পাবেন, তা নির্ধারণে লটারি করা হবে।
বিবৃতি অনুযায়ী, হজ পালনের ক্ষেত্রে এবার সৌদির অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা।
মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ এই ফি ধার্য করা হয়।