বিদেশ থেকে লাগেজে স্বর্ণ আনার খরচ বাড়ছে

বিদেশ থেকে লাগেজে স্বর্ণ আনার খরচ বাড়ছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :ব্যক্তিগত লাগেজে করে বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে খরচ বাড়ছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে শুল্ক হার দ্বিগুণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে ব্যাগেজ রুল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। তাতে স্বর্ণবার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে ২ হাজার টাকা শুল্ক বাড়ানো হচ্ছে।

অর্থাৎ বর্তমানে প্রতি ভরি স্বর্ণ আনতে ২ হাজার টাকা শুল্ক দিতে হতো, ২৩৪ গ্রাম (২০ ভরি) ওজনের স্বর্ণের বার আনতে খরচ হতো ৪০ হাজার টাকা। এই শুল্ক বাড়িয়ে ভরিতে ৪ হাজার টাকা করা হচ্ছে। আগামী জুন মাস থেকে ২০ ভরিতে খরচ করতে হবে ৮০ হাজার টাকা।

একই সঙ্গে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের একটির বেশি স্বর্ণের বার আনলে তা বাজেয়াপ্ত করার বিধান করা হচ্ছে।

অবশ্য অন্যান্য সুযোগ আগের মতোই থাকছে। একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক ছাড়া সর্বোচ্চ ১০০ গ্রাম বা সাড়ে ৮ ভরি স্বর্ণ আনতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, মূলত স্বর্ণের অবৈধ প্রবেশ ঠেকাতে ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ব্যাগেজ রুলে সংশোধন আনা হচ্ছে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, বিদেশে কিছু চক্র তৈরি হয়েছে, যারা প্রবাসী শ্রমিকদের ব্যবহার করে ব্যাগেজ রুলের মাধ্যমে দেশে স্বর্ণ পাঠাচ্ছে। প্রবাসীরা বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স না এনে স্বর্ণ নিয়ে আসছে। এতে রাজস্ব হারাচ্ছে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *