২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবন চরম দুর্ভোগে পৌঁছেছে। মানুষ দিশেহারা। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। খেটে খাওয়াসহ স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়বে।’
তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি ও কলকারখানার উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে, যার কারণে গোটা বাজার ব্যবস্থা টালমটাল হতে পারে। গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে। সুতরাং, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।’