পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর লালবাগের শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় শাহিন (২৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ মে) বেলা ৩টার দিকে কারখানার ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন তাকে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শাহআলমের ছেলে শাহিন। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় থাকতেন। শহীদনগর দুই নম্বর গলিতে বিজয় প্লাস্টিক কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতেন তিনি।
কারখানার মালিক ইমরান আহমেদ জানান, কারখানায় পানীয় পানের পাইপ তৈরি হয়। শাহিন প্যাকেজিংয়ের কাজ করেন। দুপুরে হঠাৎ কারখানার গেটের পাশে অচেতন হয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, কারখানার ভেতর বিদ্যুতায়িত হয়েছিলেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।