বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে : মোসাদ্দেক বিল্লাহ

বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে : মোসাদ্দেক বিল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন। দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশে লোডশেডিংয়ের কথা চিন্তাই করা যায় না। আমাদের দেশে শহরেই গড়ে প্রতিদিন ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মিরপুরের সনি হলের সামনে ইসলামী আন্দোলন-ঢাকা মহানগর উত্তর আয়োজিত গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিদের মুখে দেশের উন্নয়নের কথা শুনতে শুনতে দেশবাসী আজ চরম অতিষ্ঠ।’

দলের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘শুধু বিদ্যুৎ এবং গ্যাসের বিপর্যয় নয়, অধিকাংশ মানুষই বর্তমানে খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে গিয়ে কেউ কেউ বিক্রি করছেন পরিবারের কোনও সম্পদ। কেউ আবার হচ্ছেন ঋণে জর্জড়িত। এভাবে একটি দেশ চলতে পারে না।’

দলটির যুগ্ম মহাসচিব আশরাফুল আলম বলেন, ‘সরকারকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং দরিদ্রদের জন্য দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায়, দেশে হাহাকার লেগে যাবে। মানুষ না খেয়ে মারা যাবে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘জ্বালানি সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংকট দীর্ঘমেয়াদি হলে তা পুরো অর্থনীতিকে স্থবির করে দিতে পারে। জ্বালানি ও বিদ্যুৎ-সংকটের কারণে দেশের শিল্পকারখানায় উৎপাদন কমেছে, যা দেশের জন্য অশনি সংকেত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *