বিরোধী আসনে বসার ঘোষণা মাওলানা ফজলুর রহমানের

বিরোধী আসনে বসার ঘোষণা মাওলানা ফজলুর রহমানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম স্পিকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে দলটির মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা বিরোধী দলের আসনে বসবো।

বৃহস্পতিবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাওলানা ফজলুর রহমানকে প্রশ্ন করা হয়, তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারকে ভোট দেবেন কিনা।

জবাবে তিনি বলেন, আমরা ভোটের অধিকার ব্যবহার করব না, আমরা বিরোধী দলে বসব। জমিয়তে উলামায়ে ইসলাম প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেব না।

প্রতিবাদ আন্দোলনের বিষয়ে এক প্রশ্নে মাওলানা ফজলুর রহমান বলেন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমরা জনগণের প্রতিনিধিত্ব করব।

নওয়াজ শরীফের সাথে সাক্ষাত হয়েছে কি না- জানতে চাইলে জমিয়ত প্রধান জানান, তিনি এখনও নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেননি। বুধবার রাতে একটি প্রতিনিধি দল এসেছিল, যার মধ্যে পিএমএল-এন, পিপিপি, বেলুচিস্তান আওয়ামী পার্টি এবং আইপিপির প্রতিনিধিরা ছিলেন।

ফজলুর রহমান বলেন, জমিয়ত এই সংসদে অংশ নেবে না। কারণ যার ফলাফল জনগণের হাতে নেই, এই হাউসে আমাদের কোনো কার্যক্রমে অংশ নেওয়ারও অধিকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *