বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতই : মুনীর নদভী

বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতই : মুনীর নদভী

পাথেয় রিপোর্ট : বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতই বলে মন্তব্য করেছেন মেসবাহুল লোগাতের অনুবাদক, বিশিষ্ট লেখক মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কামরাঙ্গীরচরে জামিয়া মুনাওয়ারাহ মিলনায়তনে কলমবন্ধু সম্পাদক মুফতি আফজাল হুসাইনের সভাপতিত্বে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিয়মিত কলাম লেখক মুফতি মুহাম্মদ উছমান গনী, রেডিও একাত্তরের আরজে মামুন চৌধুরী, সবার খবর সম্পাদক মুফতি আবদুল গাফফার, হাফেজ্জী হুজুরের দৌহিত্র, মারকাজুল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফজলুল্লাহ, বিশিষ্ট লেখক গবেষক মুফতি মাসরুর হাসান, জামিয়া নুরীয়ার শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দিন, লেখক মুফতি আকরাম হুসাইন, দৈনিক বিশ্ব ইজতেমা সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারী, দৈনিক যুগান্তরের সাংবাদিক বিল্লাল হোসেন সাগর, লেখক মুফতি কাজী সিকান্দার, কবি মাহমুদুল হক জালীস,কওমিকণ্ঠ সম্পাদক লেখক মুফতি ওমর ফারুক, মাওলানা সোলাইমান হোসাইন আবির, মাসিক তাবলিগ বার্তা সম্পাদক কারী সাদ সাইফুল্লাহ মাদানী, ঈশান সম্পাদক মুহাম্মদ বিন ওয়াহিদ, সংগঠক মুফতি মাসরুর তাশফিন, মুফতি শোআইব, মাওলানা আব্দুর রহমান, নুর শিল্পী গোষ্ঠীর পরিচালক আবিদ হাসান, ছড়াকার রফিকুল ইসলাম, গল্পকার আব্দুল্লাহ নাঈম, আল আমীন, সাংবাদিক সৈয়দ আহমাদ শফী আশরাফী, সাভারের মুফতি এহসানুল হক, উত্তরার লেখক মাওলানা আজিজুল হক নোমানী কাসেমী।

এছাড়াও অনেক তরুণ উপস্থিত ছিলেন যারা লেখালেখিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। জাতীয় লেখক পরিষদের আয়োজনে সকলেই মুগ্ধতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মুগ্ধ হয়ে সদস্য ফরমও পূরণ করেন। সভা শেষে কামরাঙ্গীরচর জোনের ১১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *