২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১৯ জন।

এর আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশোরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে।

অপরদিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে।

অবশ্য ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

  • সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com