বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠালেন জেলেনস্কি

বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠালেন জেলেনস্কি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার পক্ষে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এসব চিঠি বিশ্বনেতাদের কাছে পৌঁছে দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণেও তার দেশে রুশ আগ্রাসনের কথা উল্লেখ করেন ওলেনা জেলেনস্কা। তিনি বলেন, কিছু রাষ্ট্র তার দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে তাদের প্রভাব ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।

ওলেনা জেলেনস্কা বলেন, যখন রাষ্ট্রের সীমানা ভেঙে পড়তে শুরু করবে এবং দেশের অখণ্ডতা পদদলিত হবে তখন মুদ্রাস্ফীতির কী হবে? আগ্রাসী শক্তিকে ঠেকানো না গেলে এই যুদ্ধ আরও অগ্রসর হতে পারে এবং সংকটকে আরও বিস্তৃত করতে পারে।

তিনি বলেন, আপনারা সবাই জানেন যে রুশ আগ্রাসন কখনও ইউক্রেনের সীমান্তে থেমে যাওয়ার উদ্দেশ্যে ছিল না। এই সংঘাত আরও অগ্রসর হতে পারে এবং ইউক্রেন হেরে গেলে আরও বিস্তৃত সংকট দেখা দিতে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *