৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব ইজতেমায় রবিবার ভোর থেকে চলছে হেদায়াতি বয়ান। দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা দ্বিতীয় পর্বের। মাওলানা সাদের পুত্র মাওলানা সাদ বিন ইউসুফ কান্ধলভী মোনাজাত পরিচালনা করবেন।

গাজীপুরের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তাবলিগের শীর্ষ মুরব্বিরা তাকে নিশ্চিত করেছেন।

প্রথম পর্বের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানের দিকে ছুটছেন। দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিন দিন ধরে ময়দানে জমায়েত হয়েছেন। এখানে এসব মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে রাজি-খুশি করতে আমল করছেন। আখেরি মোনাজাত শেষে তারা বাড়ি ফিরে যাবেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আছর পাকিস্তানের ভাই হারুন কুরেশির আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। এর আগে গত রবিবার (১৩ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এদিকে শনিবার রাতে আবু তাহের (৬৫) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com