বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে যৌতুকবিহীন শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।

বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলীর (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের আগে বাদ আসর মাওলানা জোবায়ের বিয়ের খুতবা দেন। খুতবা শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়।

বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্য খোরমা-খেজুর বিতরণ করা হয়।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির রায়হান বিষয়টি নিশ্চিত করেছন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আজ বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন। ইবাদত-বয়ানে মশগুল হয়ে আছেন মুসল্লিরা।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *