বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রোববার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রোববার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রোববার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য বিষয়। রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে সারাবিশ্বে দিবসটি পালিত হয়। বিশ্ব সাংবাদিকতা আজ পক্ষপাতদুষ্টুতার শিকার। সবধরনের ভয় জয় করার জন্যই এবারের এই প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা দিবসটি পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *