বিশ্ব মুসলিমদের হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাল তুরস্ক

বিশ্ব মুসলিমদের হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাল তুরস্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান অধ্যাপক আলি আরবাশ বিশ্বের সব মুসলিমকে হিজরি নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হিজরি নববর্ষ ১৪৪২ সাল শুরু হয়। এ প্রেক্ষিতে মুসলিমবিশ্বের সব মুসলিমকে তুরস্ক শুভেচ্ছা জানায়।

শুভেচ্ছা বার্তায় নতুন বছর মুসলিমবিশ্বের অগ্রগতি ও মানব-সভ্যতার সাফল্য নিশ্চিত করতে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন আরবাশ।

তিনি আরো বলেন, ‘মহানবী (সা.)-এর মদিনায় হিজরতের ঘটনা মুসলিম উম্মাহর জন্য নতুনভাবে জম্মগ্রহণের মতো এক ঐতিহাসিক ঘটনা। হিজরতের মাধ্যম মানবতার মুক্তির সংগ্রাম করে মুসলিমরা চিরকালের জন্য স্থান করে নেয় ইতিহাসের পাতায়।’

আরবাশ আরো বলেন, ‘হিজরত দুঃখ-কষ্ট ও সমস্যা-সঙ্কট দেখে দিশেহার হওয়ার বদলে মুসলিমদের অন্তরে সব বাধা-বিপত্তি ও দ্বিধা-দ্বন্দ্ব উপেক্ষার শিক্ষা দেয়। প্রতিহিংসা ও কঠোরতার বদলে ভাতৃত্ববোধ, ভালোবাসা ও হৃদ্যতা শিক্ষার দেয় হিজরত।’

তিনি বলেন, ‘মানবতার ইতিহাসে পারষ্পরিক সহমর্মিতা ও সৌহার্দবোধের সর্বোত্তম নমুনা হলো হিজরতের ঘটনা। কেবল দ্বিন প্রতিষ্ঠার জন্য এমন আত্মত্যাগের ঘটনা ইতিহাসের পাতায় আর নেই।’

সূত্র : আনাদোলু এজেন্সি

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *