বিশ্ব সেরা তালিকায় বাংলাদেশের ৩ বিশ্ববিদ্যালয়

বিশ্ব সেরা তালিকায় বাংলাদেশের ৩ বিশ্ববিদ্যালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবার স্থান পেয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়। তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এ ছাড়া ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের অবস্থান ১২০০ এর পর।

প্রসঙ্গত, টাইমস হায়ার এডুকেশন বিভিন্ন মূল্যায়ন সূচকে মান যাচাই-বাছাই করে এ তালিকা করে থাকে। এর মধ্যে রয়েছে শিক্ষাদান, গবেষণা-উদ্ধৃতি, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়ের ধরন।

শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের তালিকায় এবারো শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *