বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ

বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ

বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ

হাসান মাহমুদ

বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—
পৃথিবীতে এসেছে কালো ফ্যাসিবাদ।
নরম ঠোঁটে দুরূদ ফোটে তবুও বিবাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

ফ্যাসিবাদের আগুনে পুড়ে কলিজা
পোড়া হৃদয়ে চাইছি তোমার রেজা—
দাও তুমি মানুষকে প্রেমের স্বাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

আজ মানুষের মনে ফুটে অগ্নি প্রবাদ
পায় না কেউ আজ নির্ভার কাঁধ—
চারিদিকে বাজে শুধু দুঃখের নিনাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

বলো কোথায় পাবে তুমি জামরুদ?
মানুষের মনে মনে শুধু প্রতিশোধ!
ভেঙে গেছে মানুষের প্রেমের বাঁধ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

আজ বুকে বুকে মানুষের শত দুঃখ!
চারিদিকে বর্ণবাদের কালো কালো মুখ—
দুঃখীদের বুকে আকাশ ফাটা নাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষের মুখে মুখে ফ্যাসিবাদী হাসি—
ফ্যাসিবাদ বাজায় দুঃখের বাঁশি!
মানুষ হারিয়েছে সমতার সুখসংবাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

দেখি মানুষের বুকে শয়তান হাসে!
কূটাভাসে মানুষেরা আছে সর্বনাশে—
মানুষের বুকে বুকে দেখি শুধু ফাঁদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

সমতা যেন আজ সোনার হরিণ—
মানুষে মানুষে দেখি শুধু অন্তরীণ!
দাও তুমি মহীয়ান বাঁচার ইসতেদাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

ডাহুকের গানে আজ ভাঙে না ঘুম—
প্রেমের ডানা ভেঙে গেছে, পাপের ধুম!
বিশ্বাসী হৃদয়ের সুরেও বাজে অপবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষের রূপ যেন আজ ফণীমনসা
পরান সখীরও আজ নেই ভরসা—!
ধুমকেতুর মতো ধেয়ে আসছে অপরাধ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মনের সাথে নেই আজ মনের মিল—
তুষারের মতো ভাঙছে প্রেমের দিল!
ধুলোর মতো উড়ছে মানুষের মতবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

দুধের গামলায় পড়ে গেছে ক্লেদ—
উত্তাপ ছড়ায় মানুষ পাপের স্বেদ!
জলখাবারেও লেগেছে বিস্বাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষ ধুকছে মানুষের কারবালায়—
মানুষ ধুকছে মানুষের বিষণ্নতায়।
মানুষের বুকে বিষ মুখে সাম্যবাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

আছে আবরাহার ঔদ্ধত্য আছে ফিল—
মানুষের মুখে মুখে কোথায় আবাবিল?
বিক্ষিপ্ত পৃথিবী আবার কে করবে আবাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষের ক্ষুধা এত, যেন ইয়াজুজ-মাজুজ
ধোঁয়া ওঠা চিমনি লোপ করছে সবুজ!
দুর্ভিক্ষ আসছে ধেয়ে, পৃথিবী অনাবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

প্রেমে ভুলে মানুষ হয়েছে উড়নচণ্ডী—
লিপ্সা, কে ভাঙবে কার কত গণ্ডি!
কে করবে মানুষের নিখুঁত অনুবাদ?
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষের বাসনা হবে ফিনিক্স পাখি!
ঐশ্বর্যের পড়ছে ধুম, প্রেম মাখামাখি—
ভুলে গেছে মানুষ প্রেমের অধ্যাত্মবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

অঙ্কের কষাকষি বেহিসাবি ভার—
অঢেল ধন হবে এই পণ সবার!
প্রেমের আসন ভেঙেছে বস্তুবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

প্রেমের বন্ধন ভেঙে গেছে আজ—
হৃদয়ে হৃদয়ে কেবল ভাঙনের ভাঁজ!
প্রেমিকের মনে নেমেছে বিষাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

স্বদেশের প্রেমেও মানুষ হয় উদ্বাস্তু—
বুকে বাঁধা স্বদেশ প্রেম জয় তথাস্তু,
যার ভেতর নেই দেশপ্রেম সে উন্মাদ!
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মানুষ মানুষকে রাখছে পরাকাষ্ঠে—
তবু কত ফুল ফুটছে এই রাষ্ট্রে!
সময় তন্দ্রাহীনতার, কে দেবে আজাদ?
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

নোনাপানির বানে হারিয়েছে হ্রদ—
মানুষের উন্নয়নে স্তরে স্তরে পদ!
মাছের ঠোঁটে ফোটে ধীবর-নিষাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

নতুনদিনের গান বাজছে না নওরোজ—
নতুন দিগন্তের কেউ রাখছে না খোঁজ!
প্রেম-ভালোবাসা আর নেই নিখাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

এমনও ভয়ার্তদিনে কে কার আপন?
প্রেমিকও করে ভোগবিলাসে যাপন!
পৃথিবীতে নেমে এসেছে ভোগবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

মিঠাপুকুর খোঁজ রাখে কেমন প্রবাল
ভুলে গেছে মানুষ তার মহাকাল!
পৃথিবীতে রবে শুধু অদ্বৈতবাদ।
বিসমিল্লাহ পড়ছি আহাদ আহাদ—

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *