বিস্ময়বালক মায়ের কাছেই ১০ মাসে হাফেজ

বিস্ময়বালক মায়ের কাছেই ১০ মাসে হাফেজ

বিস্ময়বালক মায়ের কাছেই ১০ মাসে হাফেজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রিয় মা আর বাবাকে সন্তান জান্নাতে নিয়ে যাবে। সে সন্তানের মা-ই যদি হাফেজা হন আর তার পরিশ্রমে দশ মাসেই সন্তান কোরআন হিফজ করে বসেন- তাহলে কেমন হবে? বিস্ময়বালক আট বছরের শিশু আবরারুল হক মুয়াজ এমন এক কীর্তিমাতার সন্তান হয়ে জন্ম নিয়েছে। মায়ের পরিচর্যায় মাত্র দশ মাসে পবিত্র কোরআন হিফজ সমাপ্ত করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে।

কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ছিলনী গ্রামের হাফেজ মাহবুবুর রহমানের ছেলে মুয়াজের এ প্রতিভা বিস্ময় জাগিয়েছে এলাকাজুড়ে।

মুয়াজের চাচা হাফেজ মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, মুয়াজকে নিয়ে তার বাবা একদিন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় যান।

সেখানে ছোট ছোট বাচ্চাদের কোরআন তিলাওয়াত তন্ময় হয়ে শোনে মুয়াজ। বাসায় এসে বাবা-মাকে খুব দ্রুতই সে হাফেজ হবে বলে আগ্রহ প্রকাশ করে।

মাহমুদুল হাসান জানান, হিফজ শুরু করার কিছুদিন পরই দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যায়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সুযোগটা আরও ভালোভাবে কাজে লাগানো যায়। মুয়াজের মা হাফেজা হওয়ায় ঘরে বসেই সে পুরো কোরআন মুখস্ত করতে পেরেছে।

তিনি আরও জানান, মুয়াজের হাফেজ হওয়ার পেছনে তার মায়ের অসামান্য অবদান রয়েছে। তার মা মুয়াজকে কোলে নিয়ে নিয়মিত কোরআন পড়তেন। ওই সময় মুয়াজ তন্ময় হয়ে শুনত।

মুয়াজের অল্পবয়সে হাফেজ হওয়া নিয়ে আনন্দিত ছিলনী গ্রামবাসীও। হাওরের কাদামাটিতে জন্ম নেয়া মুয়াজ গ্রামের গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেন গ্রামের বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *