বিয়েতে রাজি না হওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধে জের ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারী লুলু আল মারজান (৩৮) উখিয়ার পালংখালী ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত আলমগীর মেম্বারের মেয়ে।

নিহতের ভাই মো. কলিম উল্লাহ জানান, তাদের আপন চাচাতো ভাই মো. ইউসুফের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। পাশাপাশি ইউসুফ তার বোন লুলু আল মরজানকে বিয়ে করার জন্য চেষ্টা করে আসছিলো। কিন্তু মারজান তার প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে ইউসুফ তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পালংখালীতে এক নারীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *