বৃত্তিমূলক শিক্ষায় আরও সহযোগিতা দেবে এডিবি

বৃত্তিমূলক শিক্ষায় আরও সহযোগিতা দেবে এডিবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম:  বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নে আরও বেশি সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রবিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে তার সংসদ সচিবালয়ের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ডিরেক্টর জেনারেল মি. তাকিও কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্স মিশনের ডিরেক্টর ইডিমন গিন্টিং। শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রতিনিধি দল এ আশ্বাস দেয়।

এডিবি’র পক্ষ থেকে বলা হয়, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গতানুগতিক শিক্ষাক্রমের বদলে একটি দক্ষতা-নির্ভর ও শিক্ষার্থীদের অংশগ্রহণ-ভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মোকাবিলা করে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশিয় অঞ্চলের দেশগুলোর শিক্ষণ-শিখন অভিজ্ঞতা বিনিময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে।’

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় মানবপুঁজিকে মানবসম্পদে রূপান্তর করতে নতুন শিক্ষাক্রম সহায়ক হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *