২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

বৃষ্টি ঝরতে পারে কোথাও কোথাও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনের তাপমাত্রা কিছুটা সহনীয়। রাতেও নেই হেরফের। চলতি সপ্তাহে দেশের কোথাও কোথাও নেমেছে বৃষ্টির ধারা। আজও দেশের অনেক এলাকায় নামতে পারে ঝুম বৃষ্টি।

বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকার উপর নিম্নচাপ এখন রাজস্থান এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন ছিল কুতুবদিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ মিলিমিটার (মিমি)।

ঢাকায় বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সূর্য অস্ত যায় এবং বৃহস্পতিবার ভোর ৫.৩৫ মিনিটে উদিত হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com