২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহস্পতিবার (২৩ জুন) থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হতে পারে।
বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক সোমবার (২০ জুন) বিকেলে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২১ জুন) থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা থাকলেও সোমবার ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, আগামী ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফ্লাইট ওঠা-নামা শুরু হবে।
এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় শুক্রবার (১৭) বিমানবন্দরের সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।