বেদনার কাছে । কাউসার মাহমুদ

বেদনার কাছে । কাউসার মাহমুদ

বেদনার কাছে । কাউসার মাহমুদ

এতোটা বিস্ময় ধরে আছে সময়!
সহিষ্ণু পিতার নিমগ্ন পলকের মতো তাকিয়ে আছি,
অচঞ্চল বৃদ্ধের সেই শ্রান্তিভার কুঁজ,
বলি, কোনদিন জীবনের মুখোমুখি হতে চাইনা আর।

নিঃসৃত হয়ে এক বিন্দুর শরীরে দাঁড়িয়ে আছি,
কোন পরাগায়ন হবে না জেনে—
ভবিষ্যৎ এঁটে দিয়েছে পিঠের দেয়ালে।

যেন যা-কিছু ঘটছে, কেবলই ঘটনা মাত্র,
অথবা বিস্মিত ভ্রমণের ভেতরই ক্লান্ত দ্বৈরথ।

তোমাদের প্রাঞ্জল জীবনের কাছে,
আয়োজিত সমস্ত জনসভা, বৃহত্তর তোরণের মুখে—

আমি বড় নগন্যই;
আমার বেদনার এক জ্বলজ্বলে দীপ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *