বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ ৫ দিন

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ ৫ দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেওয়ায় সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ বিকাল ৫টা থেকে আগামী ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্ত চলবে এই লকডাউন। তবে দু’দেশের নাগরিকদের পাসপোর্ট যোগে স্ব-স্ব দেশে ফিরে আসা অব্যাহত থাকবে। এসময় বন্দর থেকে মালামাল খালাশ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

রবিবার (২১ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ হচ্ছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ২৮শে মার্চ সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে বলে তিনি জানান।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল ইসলাম জানান, সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোন আদেশ বেনাপোল কাস্টমস হাউজ এখনো পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *