৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুবক জেনসেনকে মসজিদের ইমাম জিজ্ঞেস করেন- তোমাকে কোন জিনিস ইসলামের দিকে আকৃষ্ট করেছে? তখন যুবকটি জবাব দেন, বৈজ্ঞানিক নানান তথ্য-উপাত্ত আমাকে নতুন ধর্মের প্রতি আকৃষ্ট করেছে।
জানা গেছে, লন্ডনের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন এক ব্রিটিশ যুবক। বৈজ্ঞানিক নানান তথ্য-উপাত্ত তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ বলেও জানিয়েছেন তিনি নিজেই।
শনিবার আলজাজিরা মুবাশির জানায়, এরই মধ্যে জেনসেন নামের ওই যুবকের আনুষ্ঠানিক ইসলামে প্রবেশের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়- লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টারের ইমাম শায়খ শাকিল বেজের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই যুবক। আরবি ও ইংরেজি দুই ভাষায়ই তাকে কালেমা পাঠ করান ইমাম শায়খ শাকিল বেজ। এ সময় যুবকের চেহারা হাস্যোজ্জ্বল ছিল।
ইসলামে প্রবেশ করায় যুবকটিকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনের লুবিশাম ইসলামিক সেন্টার। ভিডিওটি নিজেদের টুইটার একাউন্টে শেয়ার করে তারা লিখেছে- বৈজ্ঞানিক তথ্য তাকে ইসলামের কাছাকাছি নিয়ে এসেছে। ভাই জেনসেন লুইশাম ইসলামিক সেন্টারে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন। আল্লাহ তার ঈমান বৃদ্ধি করুন, তাকে দৃঢ়তা দান করুন এবং সফল করুন।