২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মহামারি শেষ না হতেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। যা ফলে খাদ্য, জ্বালানি ও সারের দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পার।
বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস এক মার্কিন ব্যবসায়িক ইভেন্টে বলেন, আমরা কীভাবে মন্দা এড়াতে পারি’, তা নিশ্চিত করা কঠিন।
তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সিরিজ লকডাউনের জেরে অর্থনৈতিক গতি মন্থর হওয়া উদ্বেগ বাড়াচ্ছে।
বিশ্ব অর্থনীতি সংকুচিত হতে পারে এমন ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যেই বিশ্বব্যাংকের প্রধান এমন সতর্কবার্তা দিলেন।
তবে, কোনো নির্দিষ্ট পূর্বাভাস না দিয়ে বিশ্বব্যাংকের প্রধান ম্যালপাস বলেন, আমরা যদি বৈশ্বিক জিডিপির দিকে তাকাই… (তাহলে) আমরা কীভাবে মন্দা এড়াতে পারি, তা এখনই বুঝতে পারাটা কঠিন। জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার ধারণাই মন্দা শুরুর জন্য যথেষ্ট’, যোগ করেন তিনি।
এর আগে গত মাসে বিশ্বব্যাংক চলতি বছরের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ ঘোষণা করেছিল।
জিডিপি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি পরিমাপ। একটি দেশের অর্থনীতি কতটা ভাল বা খারাপ তা পরিমাপ করা হয় জিডিপির মাধ্যমে। অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংক এই সময়ে তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।