২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

বৈশ্বিক সংকটেও রোহিঙ্গা ইস্যুতে সমাধান চায় জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক নানামাত্রিক সংকটের সময়েও রোহিঙ্গা ইস্যুতে একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে জাতিসংঘ।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস বলেছেন, “রোহিঙ্গা ইস্যুতে একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা করা হচ্ছে। এটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং। সেখানে নজর রয়েছে। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ করা হচ্ছে।”

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্পষ্ট করে বলেন, “বাংলাদেশ ও সরকারের ওপর সিদ্ধান্ত নির্ভর করে। আয়োজক দেশ থেকে কোনো সুনির্দিষ্ট অনুরোধ থাকলেও সেটি নিয়ে কাজ করবে জাতিসংঘ।”

ইউএনআরসি বলেছে, সহিংসতা “উদ্বেগের বিষয়” এবং তারা জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com