ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের ব্যাংকিং খাতের ক্লোজিংয়ের দিন তিনদিন এগিয়ে আনা হয়েছে। বিগত সময়ে ৩০ ডিসেম্বর ব্যাংক ক্লোজিং করা হলেও এবছর  ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনপত্রে এ তথ্য জানানো হয়। তবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর নির্ধারণ করায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চলতি বছরে সব তফসিলি ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

সাধারণত ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যাল্যান্স সীট প্রস্তুত করা হয়। হিসাব মিলাতে ব্যস্ত কর্মকর্তারা কোনো ধরনের লেনদেন করেন না। আর শেয়ারবাজারের লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে সম্পর্কিত ফলে এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ রাখা হয়। এবার ব্যাংক হলিডে ঠিক থাকলেও জাতীয় নির্বাচনের কারণে ব্যাংক ক্লোজিংয়ের তারিখ পরিবর্তিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে। ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যালেন্স সিট প্রস্তুতের পর ১ জুলাই আর লেনদেন করা হয় না। ৩১ ডিসেম্বর সব শাখা খোলা রাখা হলেও ১ জুলাই বেশিরভাগ শাখা বন্ধ থাকে। সেদিন শুধু যেসব শাখার হিসাব শেষ হয় না সেসব শাখা এবং আঞ্চলিক ও প্রধান কার্যালয় খোলা থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *