ব্যালন ডি’অর জিতলেন বেনজিমা

ব্যালন ডি’অর জিতলেন বেনজিমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। সোমবার রাতে প্যারিসের শ্যাতলে থিয়েটারে বেনজিমার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ফরাসির হাতে উঠল ফ্রান্স ফুটবল সাময়িকীর এই পুরস্কার।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো নিজের করে নিয়েছিলেন বেনজিমা।

রিয়ালের আক্রমণভাগে দ্যুতি ছড়িয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর অনেকেরই বিশ্বাস ছিল পুরস্কারটি বেনজিমার হাতেই উঠছে! গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৬ ম্যাচে ৪৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিকসহ করেছেন ১৫ গোল।

এত দিন ব্যালন ডি’অর দেওয়া হতো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দুর্দান্ত পারফরম করা ফুটবলারদের। তবে নিয়মে বদল এনেছে ফ্রান্স ম্যাগাজিন। আর বছরভিত্তিক নয়, এবার থেকে পুরস্কারটা দেওয়া হচ্ছে ফুটবল মৌসুমের হিসাবে। সে ক্ষেত্রে গত আগস্ট থেকে এ বছরের জুলাইয়ের পারফরম্যান্স হিসাবেই তৈরি করা হয়েছিল সংক্ষিপ্ত ৩০ জনের নাম।

২০০৫ সালের পর এই প্রথম এই তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *