২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাজিলের পর্যটন নগরী পেট্রোপলিসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরুর পর থেকে উদ্ধারকর্মীরা ভিকটিমদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। দেশটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনো ৬৯ নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৩৩ শিশু রয়েছে।
এ দুর্যোগে গৃহহীন হয়ে পড়া সাড়ে ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।