ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস, নিহত ১১

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস, নিহত ১১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির দমকল বিভাগ।

প্রবল বৃষ্টিপাতে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং মানুষের বাড়িঘর প্লাবিত হয়ে যায়। এছাড়া গাছ উপড়ে পড়ে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। খবর রয়টার্স।

পরিস্থিতি বিবেচনায় রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন রিওর মেয়র এডুয়ার্ডো পেস এবং সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে বৃষ্টির মধ্যে গাড়িসহ নদীতে পড়ে যাওয়ায় এক নারী নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী একটি জাতীয় সংস্থা জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আশেপাশের আটটি শহরে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *