ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-কর্মচারি পেলেন অর্ধকোটি টাকার সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-কর্মচারি পেলেন অর্ধকোটি টাকার সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এমপিওভূক্ত এক হাজার ৯৭ জন শিক্ষক-কর্মচারী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পেয়েছেন।

শিক্ষকদের পাঁচ হাজার ও কর্মচারিদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারিদের মাঝে চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য।

ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, সদর উপজেলায় ৪০৬ জন শিক্ষক এবং ৯৩ জন কর্মচারিদের মাঝে ২২ লাখ ৬২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। শিক্ষকরা আসলেই অনেক মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। জেলা

প্রশাসন সূত্র জানায়, জেলার নয় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারিরা এসব সহায়তা পাচ্ছেন। সব মিলিয়ে এক হাজার ৯৭জনের মধ্যে ৪৯ লাখ ৮২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *