৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবার। ২৬ মে, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবারকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার। তিনি নিজেই প্রাইভেটকার চালাচ্ছিলেন। পথিমধ্যে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। দুরন্ত পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয় তার পাইভেটকারে। এসে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় গাড়িতে ছিলেন ডেপুটি হাইকমিশনারের স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর। তারা সবাই অক্ষত আছেন।

হাইওয়ে থানার ওসি আকুল বিশ্বাস জানান, বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের কিছুটা ক্ষতি হলেও ডেপুটি হাইকমিশনার এবং তার পরিবারের সদস্যদের কারও ক্ষতি হয়নি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com