ভারতকে হারাতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন ইনজামাম

ভারতকে হারাতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন ইনজামাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির। এই আফ্রিদির বলেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেঙে পড়েছিল ভারতীয় ব্যাটিং। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলির উইকেট নিয়েছিলেন তিনি।

আফ্রিদি না থাকায় ভারতকে কিভাবে হারাতে হবে, সেই পরামর্শ দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ইনজামাম উল হক।

আফ্রিদি না থাকায় বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ইনজামাম, ‘শাহিন (আফ্রিদি) না থাকাটা বড় একটা ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সে কী করেছিল সেটা সবাই দেখেছে। কিন্তু চোট তো লাগতেই পারে। শাহিন না থাকায় বাকিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু পেয়ে গেলে ওদেরকে আটকানো কঠিন হবে।’

বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার বাবর আজম। তবে তাঁর ওপর অতিরিক্ত নির্ভরতা থেকেও পাকিস্তানকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন ইনজি। তিনি বলেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটার। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করে। যদি বাবর তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে বাকিদের দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় একজনের ওপর নির্ভর করে জেতা যায় না।’

এবারের এশিয়া কাপে আগামী ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। রাজনৈতিক টানাপড়েনের কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নেই। তাই এশিয়া কাপ, বিশ্বকাপের আসর ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাওয়া যায় না। এশিয়া কাপের ম্যাচে আফ্রিদি বনাম কোহলির লড়াই নিয়েও আগ্রহ ছিল। যদিও আফ্রিদি ছিটকে যাওয়ায় কোহলির সঙ্গে তার লড়াই দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো ক্রিকেটবিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *