৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন গ্রেটা থুনবার্গ

ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন গ্রেটা থুনবার্গ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার রাতে টুইট বার্তায় সম্মতি জানিয়েছেন তিনি। পরে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন সেই লিংক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে।

আগে ওই একই লিংক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপস্টার রিহানা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। মঙ্গলবার রিহানা কৃষক বিক্ষোভের ওই লিংক শেয়ার করে লেখেন, কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না? ভারতে ঘটে চলা কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

রিহানার এই টুইট দেখে পাল্টা জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে, যাতে আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে হয়েছে।’

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com