পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন।
শুধুমাত্র অন্ধ্র প্রদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। সড়ক ও মহাসড়কগুলো ডুবে যাওয়ায় অনেক শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উদ্ধারাভিযানে কাজ করছে ১৬টি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা টিম। এখন পর্যন্ত ৫৮ হাজারের মত মানুষ ঘর ছেড়ে ২৯৪টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
কর্ণাটক রাজ্যে মারা গেছে অন্তত তিনজন, এ কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তুষার গিরি নাথ। তিনি বলেন, ‘দেড়শোর মত ঘর-বাড়ি ধসে গেছে। তারা তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি।’
এদিকে আবহাওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তামিল নাড়ু অঞ্চলে এ প্রভাব পড়তে পারে। বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষে তা বাড়তে পারে বলে বলছে আবহাওয়া বিভাগ।
সূত্র: সিএনএন