২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আমি মনে করি যে, ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা আজকের বিশ্বে সেরা সম্পদ।’ গতকাল ২৯ জানুয়ারি এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি আশা করি বিশ্ব বুঝতে পারে যে, এ সক্ষমতা অবশ্যই পুরোপুরি ব্যবহার করা উচিত।’
ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিন উৎপাদন করেছে। এ ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি উপহারও দিচ্ছে ভারত।
এর আগে কোভিড সংক্রমণ থেকে সুরক্ষায় ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা নিয়ে টুইটবার্তায় গুতেরেস বলেন, প্রথম ডোজ নিতে পেরে আমি খুবই আনন্দিত। জাতিসংঘের মহাসচিব আরো জানান, ‘সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা মহামারি কাটাতে টিকার কোন বিকল্প নেই। নিরাপত্তা ও কার্যকর টিকাই আমাদের সুরক্ষা রাখতে পারে।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনার তা-বে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। করোনার ধকল কাটিয়ে উঠছেন ৫ কোটির বেশি। আক্রান্ত ও মৃতের দিকে থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল।