২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ট্রাকের সঙ্গে একটি তীর্থযাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। দুর্ঘটনায় আহত হয়েছে চারটি শিশু, এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কুর্নুল জেলার ভেলদ্রুতি মন্ডল এলাকায় মিনিবাসটি ১৮ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে ছুটে চলছিল। এক পর্যায়ে এটি সড়ক বিভাজনে উঠে গিয়ে বিপরীত দিক থেকে আসা লড়ির সঙ্গে ধাক্কা খায়। দুই যানে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
কুর্নুলের পুলিশ প্রধান কে ফকিরাপ্পা বলেন, ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন।
তিনি জানান, চিত্তর থেকে রাজস্থানের আজমিরে যাচ্ছিল বাসটি। বাসের মধ্যেই তাদের মৃত্যু হয়। যন্ত্র দিয়ে কেটে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।