২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা।
বুধবার (৮ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক মাওলানা হাসানাত চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানায় বাংলাদেশ জমিয়তুল উলামা।
মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানতে আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, ‘ধর্মীয় অনুভূতিতে যে কোনো আঘাত পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য বিনষ্ট করে এবং সহিংসতা ও ঝগড়া-বিবাদের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে।
বাংলাদেশ জমিয়তুল উলামা আশা করে ভারত তাঁর জন্মগত ও চরিত্রগত বৈশিষ্ট্যাবলী—অসাম্প্রদায়িকতা, সহনশীলতা, শান্তিকামী সব ধর্ম ও ধর্মীয় নেতাদের প্রতি সম্মান-শ্রদ্ধাবোধ ধরে রাখবে।’
বিজেপির অভিযুক্ত দুই নেতাকে শুধু বহিস্কার করাই যথেষ্ট নয় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জমিয়তুল উলামা আশা করে, সংকট নিরসনে ভারত সরকারের আন্তরিকতা প্রকাশার্থে ক্ষমতাসীন বিজেপি সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’