ভারতে সমলিঙ্গের বিবাহকে অবৈধ ঘোষণা, জমিয়তের শুভেচ্ছা জ্ঞাপন

ভারতে সমলিঙ্গের বিবাহকে অবৈধ ঘোষণা, জমিয়তের শুভেচ্ছা জ্ঞাপন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সমলিঙ্গের বিবাহকে বৈধতা দানের আবেদন খারিজ করেছে ইন্ডিয়ার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই রায়কে স্বাগত জানিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী

গতকাল ১৭ই অক্টোবর নয়াদিল্লীতে সমকামী বিবাহ বৈধকরণের মামলার শুনানীতে ভারতের সুপ্রিম কোর্ট এ দাবী প্রত্যাখ্যান করেছে।

জমিয়তে উলদমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী এমন রায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিবাহ আমাদের সমাজের একটি ঐতিহ্যগত বিষয়। এর নৈতিক ধারা বজায় রাখা আমাদের কর্তব্য। এই ধারা শত শতাব্দী ধরে চলে আসছে। নিঃসন্দেহে বিবাহ বন্ধন আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ফুটিয়ে তোলে।

মাওলানা মাদানী সুপ্রিম কোর্টের প্রশংসা করে আরো বলেন, এই মামলার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোতেও ভারসাম্য বজায় রাখা হয়েছে। এক্ষেত্রে আদালত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকার এবং আমাদের সাংস্কৃতিক ধারা সংরক্ষণ করার সদিচ্ছা প্রশংসনীয়।

প্রখ্যাত আইনজীবী কাপিল সিবাল এ ব্যাপারে জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধিত্ব করেছেন। সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ, উভয় দিক থেকে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। কাপিল সিবালের নেতৃত্বে এ মামলার সাথে আরো ছিলেন অ্যাডভোকেট এম আর শামশাদ ও অ্যাডভোকেট নিয়াজ আহমেদ ফারুকী।

 

সূত্র- জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *