পাথেয় টোয়েন্টিফোর ডটকম: টানা বর্ষণে সিলেটের পৃথক তিন স্থানে টিলা ধস হয়েছে। সিলেট সদর উপজেলার খাদিম চা বাগান, টুকেরবাজার ইউনিয়ন এবং জৈন্তাপুর উপজেলায় টিলা ধসের ঘটনা ঘটে। এতে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে খাদিম চা বাগানে টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভোরে এ টিলা ধসের ঘটনা ঘটে। নিহত অর্চনা খাদিম চা বাগানের চা শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান শামীম জানান, অর্চনাদের ঘরটি ছিল বাগানের একটি টিলার পাদদেশে। ভারি বর্ষণে ভোরের দিকে টিলা ধসে অর্চনাদের ঘরের ওপর পড়ে।
স্থানীয়রা গিয়ে মাটির নিচ থেকে বুলবুল, তার স্ত্রী এবং চার বছরের ছেলেকে উদ্ধার করে। তবে এ সময় তাদের মেয়ে অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর অর্চনাকে ঘরের মধ্যে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, ‘টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।’
সিলেটের জৈন্তাপুর উপজেলায়ও টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়ি বিধ্বস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল ওয়াদুদ জানান, তার বাড়ির কাছে ভোরে টিলা ধসের ঘটনা ঘটে। এরপর কিছু দূরের আরেকটি টিলা ধসে তিনটি বাড়ির ওপরে পড়ে।
তবে ধসের আগে এসব ঘরের বাসিন্দারা দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান।
প্রায় একই সময়ে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের একাধিক স্থানে টিলা ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন টুকেরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ কাওসার আহমদ। তিনি বলেন, আমাদের এলাকায় একাধিক স্থানে টিলা ধসের ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় গাছ উপড়ে গেছে। তবে হতাহত কিংবা ঘরবাড়ি বিধ্বস্তের ঘটনা ঘটেনি।’