ভালুকায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৩০

ভালুকায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত ৩০

পাথেয় রিপোর্ট : ভালুকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক নেতা ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকার পৌর এলাকার বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। । সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ার শেল ও ৩২ রাউন্ড রাবার বুলেট গুলি ছুড়েছে। এসময় ৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের বিএনপি মনোনিত ঐক্যফ্রন্ট প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করলে সহিংসতা এড়াতে দায়িত্বরত পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে উত্তেজিত বিএনপি নেতা কর্মীরা মিছিল নিয়ে বাসট্যান্ড এলাকায় এসে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের পার্কিং করা মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ৩২ রাউন্ড রাবার বুলেটের গুলি ছোঁড়ে।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির ভালুকা প্রতিনিধি এস.এম. শাহজাহান সেলিম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার ৪ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়াশেলসহ ৬২রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

স্থানীয়রা জানান, মোহনা টিভির ভালুকা প্রতিনিধি এস.এম. শাহজাহান সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়াশেলসহ ৬২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়নের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *