৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ভাষানটেক বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর ভাষনটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে করে।

রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটা ইউনিট কাজ করে পৌণে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com