ভুটানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন

ভুটানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নির্ধারিত কূটনৈতিক এলাকায় এ ভবন নির্মাণকাজ শুরু হয়। খবর: কুয়েনসেল

দেড় একর জমিতে দূতাবাস ভবন নির্মাণের জন্য ২০১৭ সালের ১৯ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভবন নির্মাণের দায়িত্ব পায় ভুটানের বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড। এ উপলক্ষে দূতাবাস ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় বলেন, থিম্পুতে বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সুসম্পর্কের পরিচয় বহন করে। এ ভবনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক বহুমুখী সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *