ভুল করে যদি ফুল ফোটে বনে | ফারুক নওয়াজ
কতো দিন গেল-
কতো মাস কেটে গেল..
কত যে বছর পার হয়ে-হয়ে নতুন বছর এল..
এক যুগ শেষে, আরো এক যুগ শুরু;
ঝাউপাতাগুলো আজো নাচে ঝুরঝুরু।
আজো হাওয়া বয়, আজো হয় ভোরবেলা–
দূরের আকাশে আজো মেঘেদের খেলা
সবই তো চলছে ঠিক;
শুধু নেই তুই– তাই মনে হয়
শূন্য চতুর্দিক।
নেই তোর সেই ডুমুরগাছটা আর
দোয়েল পাখিটা কোথায় গিয়েছে চলে..
পিদিম জ্বালে না জোনাকিরা সন্ধ্যায়
ঝিঁঝিরা এখন ডাকে না রাত্রি হলে..
নেই সে চড়ুই- আঙিনায় যারা
খুদ-কণা খেতো বেছে;
তুই নেই তাই সবকিছু আজ
উল্টেপাল্টে গেছে।
সাঁঝ হলে আজো ধূপের গন্ধ
বাতাসে বাতাসে ভাসে,
চাঁদ ওঠে; পাশে জ্বলজ¦ল করে
সন্ধ্যাতারাটি হাসে।
এখনো যখন দূরবন থেকে
সুবাস পাঠায় জুঁই..
পাশ ফিরে দেখি সবই ঠিক আছে
শুধু পাশে নেই তুই।
তুই যে আকাশ– তাই বুঝি দূর
আকাশ ডেকেছে তোকে,
জ্বেলে গেলি শুধু মায়াবী প্রদীপ
পৃথিবীর মায়ালোকে।
তুই বুঝি আজ সুখ খুঁজে পাস
ছায়াপথে ঘুরে ঘুরে..
কখনো থাকিস কায়াহীন হয়ে
আমার এ-হৃদয় জুড়ে।
কখনো আসিস পাখি হয়ে-হয়ে
চিনতে পারি না তোকে–
কখনো হাসিস মায়ালু পরশ
ছড়িয়ে স্বপ্নলোকে।
আকাশ থেকেই এসেছিস তুই
ক’দিনের খেলাঘরে..
সেই আকাশেই চলে গেলি বুঝি
সবকিছু পর করে!
যেখানে যাবার সেখানে গেছিস
ওটাই ঠিকানা তোর,
আসবি না জানি– তবু সারারাত
বন্ধ করি না দোর।
ভুল করে যদি ফুল ফোটে বনে
ফুলের গন্ধে গোপনে-গোপনে
হঠাৎ আসিস তুই–
তাই রোজ রাতে জানালার পাশে
মাথা রেখে আমি শুই।