ভূমিকম্পে কাঁপল ঢাকা

ভূমিকম্পে কাঁপল ঢাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। যা মাত্রা অনুযায়ী হালকা ভূমিকম্প হিসেবে ধরা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: চার মাসে তিন বার ভূমিকম্প বাংলাদেশে, পেছনে রয়েছে যে কারণ

এ নিয়ে গত মে মাস থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে পাঁচ বার ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হলো দেশে। এসব ভূমিকম্পের প্রায় প্রতিটিরই উৎপত্তিস্থল ছিল দেশের সীমানার ভেতর বা আশেপাশে।

বাংলাদেশে এর আগে গত ৯ সেপেম্বর ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।

তার আগে, গত ১৬ই জুন রাজধানীসহ সারাদেশে ৪.৫ মাত্রার মৃদু ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

এ বছরের মে মাসের ৫ তারিখে ঢাকা ও এর আশেপাশের এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল, তার মাত্রা ছিল ৪.৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *