পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সব ধরনের তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
নির্বাচন উপলক্ষে গত ২৮ ডিসেম্বর সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ভোটের দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।