২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৪ হিজরি

ভোটের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি : বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য একটি ভালো দিন’ হিসেবে বর্ণনা করেছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ সুতোয় ঝোলার প্রেক্ষাপটে তিনি একথা বলেছেন।

বাইডেনের প্রতিপক্ষ রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ নেবে বলে মনে করা হচ্ছে। তবে বাইডেন বলেন, ‘যে বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তা ঘটেনি।’ রিপাবলিকান দলের সঙ্গে যুক্ত রঙের উল্লেখ করে বাইডেন একথা বলেন।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভোটের ফলাফলে ‌তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার কিছু বাছাই করা প্রার্থী জয়ী হতে ব্যর্থ হয়েছেন। এ কারণে মধ্যবর্তী নির্বাচনের ফল কিছুটা হতাশাজনক।

এখনো ফল চূড়ান্ত না হওয়া তিন অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া এবং নেভাদার মধ্যে দুটিতে যে দল জিতবে সিনেট তারাই নিয়ন্ত্রণ করবে। তবে জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবারের সিনেট ভোটের ফল খুব কাছাকাছি হওয়ায় ৬ ডিসেম্বর শুধু শীর্ষ দুই প্রার্থীর মধ্যে নতুন করে ভোট হবে। তা না হওয়া পর্যন্ত এ অঙ্গরাজ্যের ফল চূড়ান্ত হবে না।

ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসের যেকোনো কক্ষের নিয়ন্ত্রণ হারায় তাহলে রিপাবলিকানরা বাইডেনের কর্মসূচি আটকে দিতে পারবে।

  • সূত্র: বিবিসি

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com