২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোরের দিকে রাজধানীতে চলাচল নিরাপদ নয় উল্লেখ করে ডিএমপির একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, দেশের অন্যান্য জেলা থেকে যারা ঢাকায় আসবেন, দিনের আলো ফোটার পর গন্তব্যের দিকে রওনা করবেন। এটা যাত্রীদের প্রতি অনুরোধ রইল।
আজ রোববার (২৯ জানুয়ারী) রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার বলেছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসযোগে ঢাকায় আসেন, তারা সাধারণত মধ্যরাতের পর এসে পৌঁছান। সেই সময়টা ঢাকা অনেকটাই অরক্ষিত থাকে। ফলে তারা বাস থেকে নেমে বাসায় যাবার সময় ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন। এতে ছিনতাইকারীর হাতে অনেকের প্রাণহানি ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি ভোররাতে বাস থেকে নেমে বাসায় না যাবার অনুরোধ করেন।
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হাতে এক ব্যক্তির হত্যাকাণ্ড নিয়ে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গত ২২ জানুয়ারি ভোররাতে গাইবান্ধা থেকে ঢাকায় পৌঁছে ছিনতাইকারীর কবলে পড়ে আরিফ নামে ওই ব্যক্তি প্রাণ হারান।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ঢাকা মহানগরীর অরক্ষিত এলাকাগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের টহল আরও বাড়ানো হয়েছে, যাতে মধ্যরাতে বা ভোরে যাত্রীরা নিরাপদে বাসায় পৌঁছতে পারে। তারপরও যারা ভোররাতে বাস থেকে নামেন তাদের অনুরোধ, একটু সকাল হলে বাসার দিকে গেলে ভালো হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহরে অপরাধ বেড়ে গেলে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। তবে কেবল আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে একা অপরাধীদের দমন সম্ভব নয়। এজন্য জনগণের সতর্ক থাকা দরকার।