ভোর থেকেই কমলাপুরে যাত্রীর চাপ

ভোর থেকেই কমলাপুরে যাত্রীর চাপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। এর মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। এদিন ভোর থেকেই রেলস্টেশনে বাড়তে থাকে মানুষের চাপ।

সরেজমিন দেখা যায়, সকালে গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তা প্রহরীরা। আবার অনেকে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

বগুড়ার যাত্রী সাদ্দাম বলেন, উত্তরবঙ্গে যেতে হলে ঢাকা ক্রস করতেই হয়। আর এখান থেকে যাত্রার একটা যুদ্ধ শুরু।

এদিকে জয়পুরহাট যাবেন পলাশ ও তার ভাই ফিরোজ। তাদের ট্রেন সকাল ১০টায় হলেও নারায়ণগঞ্জ থেকে ভোর ৬টায় কমলাপুর রেলস্টেশনে চলে এসেছেন।

সাদ্দাম বলেন, রাস্তায় যানজটের ভয়ে আগে থেকেই চলে এসেছি।

অপরদিকে আহমেদ রহিম ও তার ভাতিজা জামালপুরের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ২৫ এপ্রিল অনেক চেষ্টার পর অনলাইনে টিকিট পেয়েছেন তারা।

রহিম বলেন, ঢাকার কল্যাণপুরেই থাকি। ঢাকায় তো অনেক যানজট। তাই আগেই স্টেশনে চলে এসেছি।

এর আগে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, যা চলে ২৭ এপ্রিল পর্যন্ত। এই ট্রেনের টিকিট পেতে স্টেশন ও অনলাইনেও ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এদিকে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। এর পর রোববার মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে টানা ছয় দিনের ছুটি পড়ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *