১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ভোলায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে জংশন বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিপরীত পাশে ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে বজারের আব্দুর রশিদের মেশিনারি পার্টসের দোকান, জামাল মুন্সির পার্টসের দোকান, জাহাঙ্গীর মেকারের পার্টসের দোকান, শহিদের ফাস্টফুডের দোকান, ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের দোকান, আমির হোসেনের ওয়ার্কশপের দোকান, নওরেশ ডাক্তারের ওষুধের ফার্মেসি, নিজাম হাওলাদারের সুতার দোকান, রশিদের মেশিনারি মালামালের গোডাউন, কবিরের ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পর পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, রাত আড়াইটার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com