পাথেয় টোয়েন্টিফাের ডটকম : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের গ্রে স্ট্রিট মসজিদে।
সোমবার (২৪ আগস্ট) জোহরের নামাজের আগমুহূর্তে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডারবান সিভিডির ফায়ার সার্ভিস কর্মকর্তা ও রেসকিউ কেয়ার অপারেশনের পরিচালক গ্যারিথ জ্যামিসনে গণমাধ্যমকে জানিয়েছেন, ডারবান শহরের গ্রে এবং কুইন্স স্ট্রিটের জামে মসজিদটিতে দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। পুরো মসজিদের দ্বিতীয় তলা ও আশপাশের সকল ফ্ল্যাট পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
মসজিদের উপরতলা আগুনে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ওখানে তিন তলায় ফ্যামিলি থাকত।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মসজিদের পাশের একটি ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
/এএ